Wednesday, March 23, 2016

রসায়নের টেকনিক

(1) আইসোটোপ, আইসোবার, আইসোটন  এগুলো সহজে মনে রাখার উপায়:- 

আইসোটোপ এর শেষে “প” আছে, আইসোবার এর শেষে “বার” আছে R আইসোটন এর শেষে “ন” আছে অর্থাৎ আইসোটোপ এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসোবার এর ক্ষেত্রে ভর সংখ্যা এবং আইসোটন এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান


(2)পর্যায় সারণীর প্রথম 22টি মৌল মনে রাখার উপায় –

 H  He Li    Be   B C    N       O           F    Ne    Na    Mg              Al Si   P
হায়  হেলি      বেবিকে    নিয়ে  ওখানকার  ফুল  নিয়ে  নাও  ম্যাকাইভার   আলসি  ফেলে
  S   Cl    Ar        K      Ca                   Sc      Ti
সেই কালো  আর কমলা ক্যামেলিয়ায়  সাজাবো তোমায়

(3) ধাতুর  সক্রিয়তা সিরিজ –
K    Na   Ca      Mg       Al    Zn     Fe        Sn          Pb   H     Sb   Bi     As
কে   না   কে  ম্যাকাইভার  এল  যেন  ফিরে  সুস্মিতাকে  পাবে  হায়  সবই বিফলে আজ
   Cu      Hg       Ag      Pt     Au
কাপুরুষ  হাবলু  আজি পেটাবে  আমায়
(4) উজ্জল ধাতু –
Ca Na  Mg           Ag   Al
কানা  ম্যাকাইভার  আগে   এল
(5)  নরম  ধাতু –
Pb     Na   Ca  K
পাব   না   কেয়া  কে
(6) D ব্লকের মৌল –
Cu        Mn    Cr      Co      Fe Ni  Zn
কাজল  মার্সিটিজ কারে করে    ফেনী    যাবে
ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সম্পন্ন উপাদানগুলোর নাম-
কনে                নিবে                      আগে
কর্পুর      ন্যাপথালিন  নিশাদল বেনজালডিহাইড আয়োডিন গন্ধক


ইলেকট্রন,প্রোটন,নিউট্রনের আবিষ্কারকের নাম মনে রাখার জন্য-

ইট            পরে                 নীচে
ইলেকট্রন থমসন প্রোটন রাদারফোর্ড নিউট্রন চ্যাডউইক


পলির বর্জন নীতি: 

একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।

১২৪ মনে রাখলেই পলির বর্জন নীতি মনে রাখা যায়
১টি পরমাণুতে ২টি ইলেকট্রনের ৪টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।


Previous Post
Next Post
Related Posts

0 comments: