Wednesday, March 9, 2016

ফেনল

উৎপাদন

ফেনলের ব্যাপক বাণিজ্যিক চাহিদার কারণে এটার উৎপাদনে অনেক গুলো পদ্ধতি আবিস্কৃত হয়েছে।
  • বেনজিনসালফোনেট এর সাথে সবল ক্ষারের বিক্রিয়ায় ফেনল তৈরী হয়:
C6H5SO3H + 2 NaOH → C6H5OH + Na2SO3 + H2O
  • hydrolysis of chlorobenzene, using base or steam (Raschig–Hooker process)
C6H5Cl + H2O → C6H5OH + HCl
  • নাইট্রাস অক্সাইড এর সাথে বেনজিন এর সরাসরি জারণ বিক্রিয়া:
C6H6 + N2O → C6H5OH + N2
  • টলুইন এর জারণ :
C6H5CH3 + 2 O2 → C6H5OH + CO2 + H2O
কোল পাইরোলাইসিস বা কয়লা ভাঙন শিল্পে উপজাত হিসেবে ফেনল উৎপন্ন হয়।

ফেনলের অম্লত্ব:-

1. রেজোনেন্স কাঠামো

 

2. ফেনল দুর্বল এসিড এবং উচ্চ pH এ ফেনোলেট এনায়ন প্রদান করে। C6H5OH
PhOH ⇌ PhO− + H+ ; (K = 10^−10)
এলিফ্যাটিক এলকোহলের তুলনায় ফেনল ১০০ গুন অম্লীয় হলেও এটি খুবই দুর্বল। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সম্পূর্নরুপে বিক্রিয়া করে। অন্যদিকে অধিকাংশ এলকোহল আংশিক বিক্রিয়া করে।
ফেনল কার্বক্সিলিক এসিড এবং কার্বনিক এসিড এর তুলনায় দুর্বল এসিড।

3. ফেনল কস্টিকের বিক্রিয়ায় সোডিয়াম ফিনেট এবং পানি উৎপন্ন হয়।
C6H5OH + NaOH → C6H5ONa + H2O
পাতলা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের উপস্থিতিতে বেনজাইল ক্লোরাইড ও ফেনলের মিশ্রণ একত্রে ঝাঁকালে ফিনাইল বেনজোয়েট উৎপন্ন হয়।
C6H5OH + C6H5COCl → C6H5OCOC6H5 + HCl




ABU SAYED ROBEL BIPLOP

            CEP, SUST 

www.facebook.com/ABUSAYEDROBEL/ 

Previous Post
Next Post
Related Posts

1 comment: