রেটিনয়েডস, আজ আমরা মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর কাজ শিখব গল্পের মাধ্যমে--
এক চোর রাস্তা দিয়ে হেটেঁ যাচ্ছে
১)হঠাৎ বিরিয়ানীর গন্ধ তার নাকে এসে লাগল।
কার্যকর স্নায়ু :অলফ্যাক্টরি স্নায়ু
কাজ:ঘ্রান অনুভূতি মস্তিষ্কে প্রেরণ।
২) দেখল রাস্তার পাশেই এক বাড়ির জানালা খোলা।
কার্যকর স্নায়ু: অপটিক স্নায়ু
কাজ: দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ
(অবশ্য অপটিক নাম দিয়েই এর কাজ
বুঝা যায়)।
৩)খুব সাবধানে জানালার কাছে গিয়ে শুধু চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখল।
কার্যকর স্নায়ু: তিনটি -
অকুলামোটর স্নায়ু, ট্রকলিয়ার
স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু
কাজ:অক্ষিগোলকের সন্চালন
.
৪)তারপর জানালার শিক কেটে রান্নাঘরে ঢুকে পাতিলের ঢাকনা তুলতে গিয়ে গরম ঢাকনা মুখে লেগে মুখে ছ্যাঁকা খেল।
কার্যকর স্নায়ু: ট্রাইজেমিনাল স্নায়ু
কাজ:সংশ্লিষ্ট অঙ্গগুলোর সন্চালনে সহায়তা এবং চাপ , তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহন।
৫)কোন মতে ছ্যাঁকা সামলে স্বাভাবিক হতেই বিরিয়ানীর গন্ধে মুখ ভরে গেলো লালাতে,
ধোয়া চোখে লেগে বেরোল অশ্রু।
কার্যকর স্নায়ু: ফেসিয়াল স্নায়ু
কাজ:মুখবিবরের সন্চালন, লালাক্ষরন, অশ্রুক্ষরন, ইত্যাদি এবং আস্বাদন ও ত্বকের
অনুভূতিতে সহায়তা।
৬)খেতে গিয়ে শুধুই বাঁধা , ধুপ করে এক বেড়াল পড়ল সানসেড দিয়ে।শব্দ শুনে ভড়কে গেল চোর
কার্যকর স্নায়ু:অডিটরী স্নায়ু
কাজ:শ্রবন ও ভারসাম্য রক্ষা
৭)অবশেষে চামচ দিয়ে বিরিয়ানী নিল মুখে, "আহা! কি স্বাদ!"
কার্যকর স্নায়ু: গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
কাজ:স্বাদগ্রহন ও জিহ্বার সন্চালন।
৮)খেতে খেতে হঠাৎ বুঝতে পারল আর খেলে মনে হয় তার পেটটা ফেটে যাবে, শ্বাস নিতে আর পারবে না
কার্যকর স্নায়ু:ভেগাস স্নায়ু
কাজ:হৃদপিন্ড,ফুসফুস,স্বরনালী ও পাকস্থলীর
সন্চালনএবং অনুভূতি গ্রহন
৯)খাওয়া শেষে কাঁধ ঝাকিয়ে নিল বেশ, হল একটু ফ্রেশ।
কার্যকর স্নায়ু:স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু
কাজ: মাথা ও কাঁধের সন্চালন
১০)সবশেষে চোর বেটা জিব দিয়ে ঠোঁট চেটে, শিষ দিতে দিতে চলে গেল।
কার্যকর স্নায়ু:হাইপোগ্লোসাল স্নায়ু
কাজ:জিহ্ববার সন্চালন.
0 comments: